গোপন ভিত্তিতে বাংলাদেশীদের নেবে রাশিয়া, ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস

 



রাশিয়া গমণে আগ্রহী সেনাসম্ভান/আগ্রহী প্রার্থীগণের নামীয় তালিকা প্রেরণ প্রসংগে

বরাতঃ

KRATRUS এলএলসি ইউনিভার্সাল পার্সোনাল সলিউসন, মস্কো, রাশিয়া তারিখ ০৭ জানুয়ারি ২০২৪।

বরাত পত্রের মাধ্যমে এই পরিদপ্তর একটি Letter of Intent প্রাপ্ত হয়। যার মাধ্যমে KRATRUS অবগত করে যে, রাশিয়া বাংলাদেশ থেকে জনবল নিয়োগে আগ্রহী। ২২-৩০ বছর বয়সের আগ্রহী প্রার্থীরা নিম্নোক্ত বিষয় পর্যবেক্ষণ করে ২-৫ বছরের চুক্তিতে রাশিয়া গমন করতে পারবেঃ

বিভিন্ন বিষয়ে যোগ্য, আংশিক যোগ্য অথবা আগ্রহী প্রার্থীদের রাশিয়ায় বিভিন্ন কারখানায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে।



নিয়োগদাতা কর্তৃক প্রয়োজনীয় টেকনিক্যাল ও রাশিয়ান ভাষা প্রশিক্ষণ বাংলাদেশে প্রদান করা হবে। ব্যক্তিগত খরচে রাশিয়া গমন করতে হবে এবং এক্ষেত্রে আনুমানিক ৫,০০,০০০ (পাঁচ লক্ষ মাত্র) টাকা ব্যয় হবে (প্রশিক্ষণসহ)।

পুলিশ ক্লিয়ারেন্স এবং BMET Smart Card করতে হবে।

KRATRUS প্রয়োজনীয় প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, ওয়ার্ক পারমিট এবং নিয়োগ নিশ্চিত করবে। এছাড়া ইনভাইটেশন লেটার (Confirm Invitation), ভিসা ইস্যু (Visa Issue) এবং ডাক্তারী পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।



উপরোক্ত শর্তাবলী এবং প্রস্তাবনার আলোকে আগ্রহী সেনাসস্থান/আগ্রহী প্রার্থীগণের নামীয় তালিকা আগামী ২৪ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে এই পরিদপ্তরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

আপনাদের অবগতি ও পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো।

বিতরণঃ

বহির্গমনঃ

কার্যক্রমঃ

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড

১৬০ কাকরাইল ঢাকা-১০০০

অভ্যন্তরীণঃ

অবগতিঃ

এজি'র শাখা (সমন্ব

সীমিত

মোহাম্মদ মিজানুর রহমান

লেঃ কর্ণেল পক্ষে এজি



Post a Comment

Previous Post Next Post