🟥 গাজায় মার্কিন-সমর্থিত ত্রাণ কেন্দ্রে ইসরাইলের হামলা, নিহত ৩০
দখলদার ইসরাইলি বাহিনী গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে। এতে ত্রাণ নিতে আসা অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত এবং আরও শতাধিক আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গাজার দক্ষিণাঞ্চলে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ওই সময় ত্রাণ নিতে জড়ো হওয়া মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
🕊️ স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া
এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটি স্পষ্ট জানিয়েছে—তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরাইলি সেনা প্রত্যাহার এবং অবাধ মানবিক সহায়তা চায়।
শনিবার (৩১ মে) হামাস জানায়, নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিমুক্তির বিনিময়ে তারা ১০ জন জীবিত ইসরাইলি জিম্মি এবং ১৮ জনের মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত।
হোয়াইট হাউস ও রয়টার্স সূত্রে জানা গেছে, প্রস্তাবে কিছু সংশোধনী চাইলেও হামাসের প্রতিক্রিয়া সামগ্রিকভাবে ইতিবাচক। সংগঠনটি তাদের সুপরিচিত শর্তগুলো পুনর্ব্যক্ত করেছে: স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে পূর্ণ ইসরাইলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তার অব্যাহত প্রবাহ।
🔻 পটভূমি
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। সেই থেকে গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।