আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সকালে পোস্ট, বিকেলে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা



আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছবিসহ কার্ড ফেসবুকে পোস্ট দেওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) সকালে ইতিহাস সাক্ষ্য দেয় আঘাত যতই তীব্র হয় আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়; আওয়ামী লীগই পথ দেখায় লেখাসংবলিত একটি কার্ড ফেসবুকে পোস্ট দেওয়ার পর বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম আশিকুজ্জামান নূর রিফাত (২৯)। তিনি উপজেলার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মোগড়া সাহেব পাড়া এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে।

রিফাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন কালবেলাকে বলেন, আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে অপপ্রচার ও উসকানিমূলক পোস্ট করে অবৈধভাবে মিছিল মিটিং করার উদ্যোগ নিয়েছে বলে জানতে পারেন। পরে পুলিশ বেলা সাড়ে ৪টার দিকে মোগড়া বাজার থেকে আশিকুজ্জামান নূর রিফাতকে গ্রেপ্তার করে।


সূত্র- কালবেলা

Post a Comment

Previous Post Next Post