সব সমালোচনা ছাপিয়ে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন শান্ত

 

আবারো শান্তর সেঞ্চুরি


বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘণ্টা পর খেলা শুরু হয়েছে। খেলা শুরু হওয়ার পর প্রথম ওভারেই ফিরলেন লিটন দাস। থারিন্দু রত্নায়েকের টার্ন করা বলে বোল্ড হয়ে ফিরে যান লিটন। পাঁচ বলে তিন রান আসে তার ব্যাটে। বাংলাদেশের লিড আড়াইশ পেরিয়ে যায়।



জাকের আলীকেও ফেরান থারিন্দু। তার বলে স্টাম্পিং হয়ে বিদায় নেন সাত বলে দুই রান করা জাকের। দলীয় ২৪৯ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত সেঞ্চুরি করেন একটু পরই। ১৯০ বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন এই অধিনায়ক। 


শান্তর ইতিহাস:


বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুইবার দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড

গড়লেন নাজমুল শান্ত ৷


Post a Comment

Previous Post Next Post