টেস্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন। কলম্বো টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান নাজমুল। বিসিবিকেও নিজের এই সিদ্ধান্ত তিনি জানিয়েছেন।
কলম্বো টেস্টে আজ চতুর্থ দিনে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারে বাংলাদেশ। এরপর সংবাদ সম্মেলনে এসে নিজের এই সিদ্ধান্তের কথা জানান নাজমুল।
২০২৪ সালে তিন সংস্করণেই অধিনায়কত্ব পান নাজমুল। এ বছরের শুরুতে টি–টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন তিনি। এই সংস্করণে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। শ্রীলঙ্কা সিরিজের আগে তাঁকে না জানিয়ে ওয়ানডে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। এরপরই থেকেই গুঞ্জন ছিল টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দিতে পারেন নাজমুল। কলম্বো টেস্টের আগে এ নিয়ে জানতে চাইলেও তখন কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এবার ম্যাচের পর টেস্টের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।
শ্রীলঙ্কা সিরিজের আগে টেস্টে নতুন করে নাজমুলের অধিনায়কত্বের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছিল। কিন্তু দুই ম্যাচ পরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন। এর মধ্য দিয়ে আর কোনো সংস্করণেই অধিনায়ক রইলেন না নাজমুল। টেস্টে ১৪ ম্যাচে অধিনায়কত্ব করে ৪ জয়ের পাশাপাশি ৯ হার ও একটি ড্র করেছেন।