ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট




ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ‘আকস্মিক বৃদ্ধি’ নিয়ে তার দেশ ‘গভীরভাবে উদ্বিগ্ন’।


মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।


তিনি কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেক প্রেসিডেন্ট শভকাত মিরজিয়োয়েভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।


শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন শি জিনপিং। তিনি বলেন, চীন এমন সব কর্মকাণ্ডের বিরোধিতা করে যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে।


তিনি আরও বলেন, সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। বরং এটি উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ স্বার্থের পরিপন্থি।


চীনা প্রেসিডেন্ট বলেন, সংঘাত নিরসনে সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং চীন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ‘গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।’

Post a Comment

Previous Post Next Post