৫০ হাজার মা'র্কিন সে'না ওয়াশিংটনে ফেরত যাবে ‘ক'ফিনে’



ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এবং দ্য মিরর সোমবার (২৩ জুন) আলাদা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যদিও ইরানের কোনো গণমাধ্যমে এখনো এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি। 



মার্কিন সেনাদেরকে ‘হত্যা’ নিয়ে দ্য মিররের প্রতিবেদনের শিরোনাম।

 

এতে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টিভির উপস্থাপক মেহেদী খানআলিজাদেহ ট্রাম্পকে মার্কিন সেনাদের ‘রক্ত ঝরানোর’ জন্য অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে দেশটির ৫০ হাজার সৈন্যের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।’ 

 

পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে এবং ইসরাইলের সাথে সংঘাতে তাদের প্রবেশ ‘বৈধ লক্ষ্যবস্তুর পরিধি প্রসারিত করবে’ বলে যখন সতর্ক করেছে ইরান, ঠিক তার পরপরই এমন হুঁশিয়ারির তথ্য প্রকাশ পেলো। 

Post a Comment

Previous Post Next Post