কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি ভিডিও গতকাল শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলকালাম।
আরো পড়ুন
রবিবার (২৯ জুন) সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী ধর্ষকদের শাস্তি দাবি করেন।
দীঘির পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত অনুরাগীরা। তাদের মুখেও প্রতিবাদের ভাষা। একজন লিখেছেন, ‘উলঙ্গ প্রশাসন, বিবস্ত্র স্বাধীনতা, নগ্ন সমাজ, লজ্জিত বাংলাদেশ’! অপর একজন লিখেছেন, ‘কুমিল্লার মুরাদনগর সারা দেশের চিত্র! ক্ষমা করো।’ অন্য একজনের মন্তব্য, ‘এদের হাতে দেশ অনিরাপদ, ৭১ এর বর্বরতা আবারও শুরু হয়েছে দেশে।’ অনেকেই ‘লজ্জিত বাংলাদেশ’ লিখে নিজেদের ঘৃণা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা বাহেরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে মো. আরিফ ও মো. তালেম হোসেনের ছেলে মো. অনিক।
Tags
বিনোদন