মা হারালেন ইসলামের টানে অভিনয় ছাড়া সেই অভিনেত্রী



ভারতীয় মডেল ও অভিনেত্রী সানা খানের মা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ জুন) মুম্বাইয়ে অসুস্থতাজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সানার মা। অভিনেত্রীর মায়ের মৃত্যুর সংবাদ সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন।  

গতকাল মঙ্গলবার একপোস্টে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় মা মিসেস সাইদা অসুস্থতার সঙ্গে লড়াই করার পর আল্লাহর কাছে ফিরে গেছেন। এশার নামাজের পর রাত ৯টা ৪৫ মিনিটে ওশিওয়ারা কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হবে। আপনাদের দোয়া আমার মায়ের জন্য সহায়ক হবে।’ 

former_actor_sana_khan_mother_dies_1750780160851_1750780161036

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সানা খান। বিজ্ঞাপন থেকে শুরু করে টেলিভিশন রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন-সিক্স’-এ সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন।

২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সানার। এরপর নিয়মিত অভিনয় করছিলেন তিনি। একে একে ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা গেছে তাকে। ২০২০ সালে এই অভিনেত্রী মুফতি আনাসকে বিয়ে করেন। এরপর নিজেকে বলিউড থেকে গুটিয়ে নেন তিনি। কারণ হিসেবে সেসময় জানান, বাকি জীবন ইসলামের পথে চলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

Post a Comment

Previous Post Next Post