ইরানে মার্কিন হামলার প্রতিবাদে কলকাতায় এসইউসিআই (কমিউনিস্ট)-এর বিক্ষোভ



ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের একতরফা বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই) (কমিউনিস্ট)। রবিবার (২২ জুন) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে আয়োজিত এই প্রতিবাদ মিছিল কলকাতার ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মার্কিন দূতাবাস অভিমুখে অগ্রসর হয়।

মিছিলে অংশ নেন শতাধিক দলীয় কর্মী, সমর্থক, ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি। ‘আমেরিকার সাম্রাজ্যবাদ নিপাত যাক’, ‘ইরানে বোমাবাজি চলবে না’—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।

এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর বলেন, “মার্কিন সাম্রাজ্যবাদ গোটা বিশ্বের শান্তি বিঘ্নিত করছে। ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা সেই আগ্রাসী নীতিরই অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আন্তর্জাতিক যুদ্ধবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি।”

শান্তিপূর্ণভাবে মার্কিন দূতাবাসের সামনে মিছিল শেষ হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল কলকাতা নয়—রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post