বাংলা সিনেমা নষ্ট করতে একটি মহল উঠে পড়ে লেগেছে: শাকিব খান



বাংলা সিনেমা নষ্ট করতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

আজ রোববার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে আয়োজিত ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ শো’তে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলা সিনেমা আজ পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বাংলা সিনেমা সম্মানের সঙ্গে পুরো বিশ্বে চলছে। সেই জায়গা নষ্ট করে দিতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। অর্থাৎ যে সিনেমাটা ভালো চলছে সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। এ সময় একে শুধু সিনেমার বিরুদ্ধে নয়, বরং এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি।

সিনেমার শুরুর আগে শাকিব বলেন, সেই জাতি সবচেয়ে বেশি উন্নত যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়। আমাদের সিনেমা ও কৃষ্টি কালচার নিয়ে যখন এগিয়ে যাচ্ছি ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। এর আগে, ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। আর এখন ‘তাণ্ডব’ সিনেমার ক্ষেত্রে আরও আগে পাইরেসি করে দেয়া হলো।

এ সময়, পাইরেসি হলেও দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ‘তাণ্ডব’ সিনেমাটি দেখছে উল্লেখ করে দর্শক ও প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

বিশেষ শোতে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি অভিনয়শিল্পী গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, এ কে আজাদ সেতু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মন্দিরা চক্রবর্তী, সংগীতশিল্পী জেফার রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ আরও অনেকে।

Post a Comment

Previous Post Next Post