নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় টানা ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এ অতিবর্ষণ ঘটে, যা চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ।
প্রচণ্ড বৃষ্টিতে নোয়াখালী পৌর শহরের বেশিরভাগ এলাকায় পানিতে তলিয়ে গেছে সড়ক ও নিচু ঘরবাড়ি। স্টেডিয়াম পাড়া, জেলখানা সড়ক, ফকিরপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, হাউজিং, মাস্টারপাড়া ও উকিলপাড়াসহ প্রায় সব এলাকায় হাঁটুসমান পানি জমেছে।
নিচতলার ঘর ও কাঁচা ঘরগুলোতে পানি ঢুকে পড়ায় ঘরবন্দি হয়ে পড়েছে স্থানীয়রা। পানির সঙ্গে সড়কে তৈরি খানাখন্দ মিলিয়ে শহরের রাস্তাগুলো এখন কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে।
বৃষ্টির কারণে নোয়াখালী সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোর চলমান অর্ধবার্ষিক পরীক্ষা মঙ্গলবার রাতে মৌখিক নির্দেশে স্থগিত ঘোষণা করেছে জেলা শিক্ষা কর্মকর্তা।
আরও পড়ুন: অভাবের তাড়নায় লোহার খাঁচায় ৩ যমজ শিশু নিয়ে রাস্তায় অসহায় মা
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক রফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ দিন এভাবেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে শহরের পাশাপাশি সদর, কবিরহাট, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলাগুলোতেও স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।