হরমুজে যুদ্ধ সক্ষমতা বাড়ানোর বার্তা দিলেন ইরানি নৌপ্রধান

 

ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে মোতায়েন ইরানি নৌবাহিনীর জলসীমা ও পানির নিচের ইউনিটগুলো পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল সামুদ্রিক শিপিং রুটগুলোর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা।


রাববারের (২৭ জুলাই) এই সফরে তিনি নৌবাহিনীর প্রস্তুতি পর্যবেক্ষণ করার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার সহযোদ্ধাদের উপস্থিতির কারণে বিশেষ করে উত্তর ভারত মহাসাগর অঞ্চলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয়েছে। খবর মেহের নিউজের।


তিনি আরও বলেন, ‘আজ আমরা আমাদের নৌবাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করেছি, যারা ইসলামী প্রজাতন্ত্রের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় নিয়োজিত এবং লড়াইয়ের সক্ষমতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।’


শাহরাম ইরানি আরও জানান, যারা বৈশ্বিক ঔদ্ধত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হয়েছেন, তাদের রেখে যাওয়া প্রতিরোধের পথ পূর্ণ দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে।


ইরানের সর্বোচ্চ নেতা এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ আলী খামেনি সবসময় ইরানি নৌবাহিনীর লড়াই সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করে আসছেন। তিনি আন্তর্জাতিক জলসীমা ও উচ্চ সমুদ্রে ইরানি নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির প্রয়োজনীয়তার কথাও বারবার তুলে ধরেছেন।

Post a Comment

Previous Post Next Post