শেষের দিকে তানজিম সাকিবের ক্যামিও, ২৫ বল থাকতেই অল আউট বাংলাদেশ

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ- ২৪৮/১০ (৪৫.৫ ওভার) (তানজিদ ৭, ইমন ৬৭, শান্ত ১৪, মিরাজ ৯, হৃদয় ৫১, শামীম ২২, জাকের ২৪, তানজিম ৩৩*, আসিথা ৪/৩৫, হাসারাঙ্গা ৩/৬০)



অল আউট বাংলাদেশ


শেষের দিকে মুস্তাফিজুর রহমান সঙ্গে নিয়ে সমান দুটি করে ছক্কা ও চারে ২১ বলে অপরাজিত ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন তানজিম হাসান সাকিব। ৪.১ ওভার বাকি থাকতে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে মুস্তাফিজ লেগ বিফোর উইকেট হওয়ায় ২৪৮ রানে অল আউট হয়েছে বাংলাদেশ

Post a Comment

Previous Post Next Post