যে দেশের ছাত্র-জনতা হাসিনাকে তাড়াতে পেরেছে, তারা সামান্য চাঁদাবাজদের ভয় পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এক পথসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি বিচার, সংস্কার ও নতুন সংবিধান চেয়েছে। কিন্তু একটি পক্ষ এসব জনদাবির বিপক্ষে দাঁড়িয়েছে।
তিনি জানান, একটি পক্ষ ভেবেছিল যে, কিছু আসনের লোভ দেখিয়ে অভ্যুথ্যানের শক্তিকে কিনে ফেলবে। কিন্তু মনে রাখতে হবে, জুলাইয়ের শক্তিকে কেনা যাবে না। এনসিপি দেশের ভেতরে শত্রু তৈরি করতে চায় না উল্লেখ করে ফ্যাসিবাদবিরোধী সবাইকে এক থাকার আহবান জানান তিনি।
Tags
রাজনীতি