আমি আগের ম্যাচেই বলেছিলাম যে ২৪০ বা ২৫০ প্লাস রান এই ধরনের পিচে চেইজ করা কঠিন, আমরা সবাই সেই ধরনের একটা আত্নবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলাম,
আমাদের জন্য ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ ছিলো, আমাদের উইকেটের দরকার ছিলো আমি শুধু আমার বোলারদের পজিটিভ চিন্তা এবং আত্নবিশ্বাস রাখতে বলেছিলাম, মিরাজ আর বলেন জয়ের কৃতিত্ব আমি তানজিম সাকিবকে দিতে চাই। কারণ লাস্ট তার ব্যাটিং দুর্দান্ত ছিল।
হ্যা এই ম্যাচে জিতে ভালো লাগতেছে তবে আমরা জানি পরের ম্যাচে আমাদের জন্য আরো কঠিন চ্যালেন্জ অপেক্ষা করতেছে আশাকরি পরের ম্যাচে আরো ভালো লড়াই হবে ( হাসি)
Tags
খেলাধুলা