পচা শামুকে পা কাটলেন কোচ — সালাউদ্দিন হচ্ছেন বরখাস্ত?
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ঘিরে চলছে তীব্র বিতর্ক। সম্প্রতি দলের ভেতর থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বেশ গুরুতর। শোনা যাচ্ছে, দল নির্বাচন থেকে শুরু করে ম্যাচ কৌশল—সবখানেই নাকি তিনি প্রভাব খাটাচ্ছেন নিজের পছন্দের ক্রিকেটারদের জন্য।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে, তবুও বিষয়টি নিয়ে আস্থার সংকটে পড়েছে পুরো টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট অঙ্গনে গুঞ্জন—দলে অস্বচ্ছ প্রক্রিয়া, কোচের পক্ষপাত, এবং কিছু সিনিয়র ক্রিকেটারের অস্বস্তি নিয়ে বোর্ডও নাকি এবার খুবই সতর্ক।
বিসিবির নীতিনির্ধারকরা মনে করছেন, কোচিং স্টাফে নতুন করে শৃঙ্খলা ফেরাতে হলে সালাউদ্দিনের ভূমিকা পুনর্মূল্যায়ন জরুরি হয়ে পড়েছে। পর্দার আড়ালে আলোচনা চলছে, প্রয়োজনে তার চুক্তি বাতিল করে নতুন কাউকে আনার বিষয়েও।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, সালাউদ্দিন দেশের সবচেয়ে অভিজ্ঞ এবং ফলপ্রসূ কোচদের একজন হলেও—যদি সত্যিই পক্ষপাতের অভিযোগ প্রমাণিত হয়, তবে সেটা দলীয় ঐক্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।
বোর্ড সূত্রের দাবি—এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আস্থার সংকট তৈরি হওয়ায় যেকোনো সময় বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে বিসিবি। প্রশ্ন এখন একটাই—বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে কি তারা কঠিন সিদ্ধান্ত নিতে পারবে?