সরকারবিরোধী বি‘ক্ষোভে উত্তাল কেনিয়া, নি‘হত ৩১



কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০৭ জন।

বুধবার (০৯ জুলাই) দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের (কেএনসিএইচআর) বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়া কেএনসিএইচআর এক বিবৃতিতে জানায়, পূর্ব আফ্রিকান দেশটির ১৯৯০ সালের অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের স্মরণে আয়োজিত মিছিল থেকে সোমবার দুজনকে গুম করা হয়েছে। এ মিছিলে রাজধানী নাইরোবি ও এলডোরেট শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। কেএনসিএইচআর অভিযোগ করেছে, সংঘর্ষের সময় চাপাতি ও বর্শা দিয়ে হামলা চালানো সশস্ত্র গ্যাংদের সহযোগিতা করেছে পুলিশ। এই সংঘর্ষে সুপারমার্কেটসহ অনেক সম্পত্তিতে ব্যাপক ধ্বংসযজ্ঞও ঘটেছে।

কেএনসিএইচআর সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে পুলিশ, বেসামরিক নাগরিক ও দায়িত্বশীল সব পক্ষের জবাবদিহির আহ্বান জানিয়েছে তারা।

সোমবারের বিক্ষোভগুলো ‘সাবা সাবা দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত হয়, যার অর্থ মূলত ‘সাত সাত’। ১৯৯০ সালের ৭ জুলাই একদলীয় শাসনের বিরুদ্ধে কেনিয়ার জনগণ রুখে দাঁড়িয়ে বহুদলীয় গণতন্ত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেছিল।

Post a Comment

Previous Post Next Post