কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০৭ জন।
বুধবার (০৯ জুলাই) দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের (কেএনসিএইচআর) বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এছাড়া কেএনসিএইচআর এক বিবৃতিতে জানায়, পূর্ব আফ্রিকান দেশটির ১৯৯০ সালের অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের স্মরণে আয়োজিত মিছিল থেকে সোমবার দুজনকে গুম করা হয়েছে। এ মিছিলে রাজধানী নাইরোবি ও এলডোরেট শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। কেএনসিএইচআর অভিযোগ করেছে, সংঘর্ষের সময় চাপাতি ও বর্শা দিয়ে হামলা চালানো সশস্ত্র গ্যাংদের সহযোগিতা করেছে পুলিশ। এই সংঘর্ষে সুপারমার্কেটসহ অনেক সম্পত্তিতে ব্যাপক ধ্বংসযজ্ঞও ঘটেছে।
কেএনসিএইচআর সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে পুলিশ, বেসামরিক নাগরিক ও দায়িত্বশীল সব পক্ষের জবাবদিহির আহ্বান জানিয়েছে তারা।
সোমবারের বিক্ষোভগুলো ‘সাবা সাবা দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত হয়, যার অর্থ মূলত ‘সাত সাত’। ১৯৯০ সালের ৭ জুলাই একদলীয় শাসনের বিরুদ্ধে কেনিয়ার জনগণ রুখে দাঁড়িয়ে বহুদলীয় গণতন্ত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেছিল।