বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, এক পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিনের মতো অফিসে কাজ করতে গিয়ে একটি রুমের ভেতর শব্দ শুনতে পান। বিষয়টি অন্যদের জানালে তাঁরা এসে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে হিসাব শাখার ওই কক্ষে থাকা পুরোনো ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, একটি ফ্রিজ, বিভিন্ন কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান জানান, ‘পরিচ্ছন্নতাকর্মী একটি রুম থেকে শব্দ শুনে অন্যদের জানান। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তখন অনেকেই ঘুমিয়ে ছিল, যে কারণে আগুনে ওই রুমটি ক্ষতিগ্রস্ত হয়, আর অন্যান্য রুমে ধোঁয়ার আচ্ছাদন পড়ে।’
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, ‘সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন মূলত হিসাব শাখার একটি রুমেই সীমাবদ্ধ ছিল। মূল স্টোরে আগুন ছড়ায়নি।’
আগুনে সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘এ ব্যাপারে এখন কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।’