ফেসবুক লাইভে ড. ইউনূসকে হত্যার (ভিডিও ভাইরাল)

 

নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দিয়েছেন শেফায়েতুল ইসলাম ইমরান নামে বাঁশখালীর এক ছাত্রলীগ নেতা।


সোমবার (১৪ জুলাই) দুপুরে ‘ইমরান চৌধুরী' নামের একটি ফেসবুক আইডি থেকে এ ঘটনার ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।



ছড়িয়ে পড়া ভিডিওতে ওই ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, “এলাকা ফাঁকা ফাঁকা করো মনে হয় তাই না? এই দেখ... এভাবে অন্ধকার থেকে আলোর পথে বের হবো। মানি দেশটারে খাই ফেলবা না? মনে করছো পালিয়ে যাবো। পালাইনি। আছি। সময় হলে বের হবো। কত ফালাইতে পারস দেখি, কত লাফাইতে পারস দেখি। ভালো করে লাফা। সময় হলে ধরে কাঁথার ভেতর ঢোকাবো। তোর দালালের মাইরে... রাজাকারের মাইরে চু...।”


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে এই ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, “এই ইউনুইচ্ছা, বাটপারের বাচ্চা বাটপার। সুদি ইউনূস খা... পোলা ভরে দেব। পেছন দিয়ে গরম ডিম দেব। সময় আসতেছে। সময় বেশি দূরে নয়।”


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উক্ত ভিডিওতে বলতে শোনা যায়, “রাজাকারের বাচ্চা হাসনাত আবদুল্লাহ কালা পাঁঠা। মাগীর পোলা, ত্রাণের টাকা তুলছিস? ফেনীর জন্য টাকা তুলস। ফেনী-কুমিল্লার মধ্যে তো পানি নেমে গেছে। কিসের টাকা তুলিস খা... পোলা? এই খা... পোলা কিসের টাকা তুলিস? বাইরেও কি ব্যবসা খুলবি? চারশো কোটির টাকার হিসাব দিতে পারছিস খা... পোলা? চারশো কোটি টাকার তো হিসাব দিতে পারস নাই। তোর বাপ ইউনুসে টাকা দিয়েছিল যে এগুলো কই? হিসাব দিতে তো পারস নাই খা... পোলা।”


“মনে করছিস হারিয়ে গেছি না? বের হবো, বের হবো। এভাবে অন্ধকার থেকে আলোর পথে বের হবো। আলো আছে আড়ালে। অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। বঙ্গবন্ধু শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে। খেলা হবে মামা। সময় আসতে দাও। তুমি খেলা শুরু করছো। আমরা শেষ করবো।” — লাইভ ভিডিওতে এই কথাগুলো বলেন ইমরান নামের এই ছাত্রলীগ নেতা।


খোঁজ নিয়ে জানা গেছে, শেফায়েতুল ইসলাম ইমরান উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার খাতুর বাপের বাড়ির রেজাউল করিমের ছেলে। এর আগে এই ছাত্রলীগ নেতা প্রকাশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শেফায়েতুল ইসলাম ইমরান মাসখানেক আগে স্মার্ট গ্রুপের মালিকানাধীন অঙ্গপ্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি নেন।


নাম প্রকাশে অনিচ্ছুক বিএম কনটেইনার ডিপোর এক কর্মকর্তা জানান, “ভিডিওটি ফেসবুকে দেখার সাথে সাথে ইমরান নামের ওই যুবককে নিরাপত্তা প্রহরীর চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। সে সিকিউরিটি গার্ডের পোশাক পরিহিত দায়িত্বরত অবস্থায় মাননীয় প্রধান উপদেষ্টাকে হুমকি দিয়েছে। তাই আমাদের পক্ষ থেকে তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে।”


এদিকে সোমবার বিকেলে নিজের আইডি থেকে লাইভে এই ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, “একটি লাইভ করার কারণে আজকে আমার এই অবস্থা। সামান্য একটি পনেরো হাজার টাকা বেতনের চাকরি করতাম। লাইভটা করার কারণে আমার চাকরিটা চলে গেছে। আমি বর্তমানে রাজধানীর গুলিস্তান মোড়ে আছি।”


এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “এ সংক্রান্ত ভাইরাল হওয়া একটি ভিডিও আমিও ফেসবুকে দেখেছি। তার বাড়ি ছনুয়া হলেও সে শহরে থাকে। সীতাকুণ্ড এলাকায় থাকে। আমি সীতাকুণ্ড থানার অফিসারকে বলে দিয়েছি। উনারা খোঁজে দেখতেছে।”


Post a Comment

Previous Post Next Post