সেই অপারেশনই কাল হলো জোটার, দিয়োগোর মৃত্যুর রহস্য ফাঁস

 

স্পেনের জামোরা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে গেছে পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটার। ভাই ফুটবলার আন্দ্রে সিলভাকে নিয়ে সড়কপথে ইংল্যান্ডে যাচ্ছিলেন, হঠাৎ তাদের বিলাসবহুল গাড়ির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের গাছপালায়। জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব শেষ।


মর্মান্তিক এই দুর্ঘটনার পরই প্রশ্ন ওঠে, বিমানে না চড়ে কেন সড়কপথে ইংল্যান্ডের পথ ধরেছিলেন জোটা। জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফুসফুসে অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জোটাকে বিমানে ভ্রমণ করতে নিষেধ করেছিলেন। বিমানের অভ্যন্তরীণ চাপ তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত। সে কারণে সড়ক ও ফেরিপথেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন দুই ভাই।


স্প্যানিশ সংবাদমাধ্যম ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, জামোরা হয়ে উত্তরের সান্তান্দার বন্দরের দিকে যাচ্ছিলেন তারা। সেখান থেকে ফেরিতে চড়ে ইংল্যান্ডের পোর্টসমাউথে যাওয়ার পরিকল্পনা ছিল। চিকিৎসকের পরামর্শে বিমানের পরিবর্তে সড়কপথকেই নিরাপদ মনে করেছিলেন জোটা।


কিন্তু সেই নিরাপদ ভ্রমণই শেষ পর্যন্ত এক মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত হলো। ফুসফুসের ওই অপারেশনই তার জন্য কাল হলো।


পর্তুগিজ গণমাধ্যম সিএমটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক ভিক্টর পিন্টো বলেন, ‘জোটা মাঝে মাঝে গাড়িতে ভ্রমণ করতেন, কারণ তার ফুসফুসে হালকা সমস্যা ছিল। দক্ষিণ ইংল্যান্ড ও স্পেনের মধ্যে একটি ফেরি সংযোগ রয়েছে, সেখান দিয়েই যাওয়ার পরিকল্পনা করেছিল তারা।’

Post a Comment

Previous Post Next Post