শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ (৮ জুলাই) বিকেল ৩টায় মাঠে নামছে টাইগাররা। তবে রোমাঞ্চকর এই ম্যাচের আগে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নাজমুল হোসেন শান্তর চোট।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পায়ের কোয়াড্রিসেপস মাংসপেশিতে চোট পান শান্ত। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর পুরো সময়ই ছিলেন দলের চিকিৎসকদের পর্যবেক্ষণে। যদিও দলের ওপেনার পারভেজ হোসেন ইমন জানিয়েছেন,শান্ত এখন পর্যন্ত ভালোই আছেন, তবে ম্যাচের আগ পর্যন্ত তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
তৃতীয় ওয়ানডের আগের দিন পাল্লেকেল্লেতে সংবাদ সম্মেলনে আসেন ইমন। ইমন বলেন,‘আমরা খেলায় মনোযোগ রাখছি, প্রস্তুত আছি। শান্ত ভাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছেন। তবে সিদ্ধান্ত পরে জানা যাবে।’
দলের পারফরম্যান্স নিয়ে ইমন জানান, ব্যাটাররা উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারছেন না—এ নিয়ে টিম মিটিংয়ে আলোচনা হয়েছে। তার ভাষায়,‘হৃদয় ভাই দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়েছে। আমাদের বলা হয়েছে, যে কেউ সেট হলে তাকে বড় ইনিংস খেলতেই হবে।’
নিজের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেছেন ইমন। দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরু করেও সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন তিনি। বলেন,‘আউট হওয়ার পর খুব খারাপ লাগছিল। উইকেট ভালো ছিল, বড় ইনিংস খেলা সম্ভব ছিল। সেট হয়েও আউট হওয়া খুবই হতাশাজনক।’
প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ব্যাটিং ধসে ম্যাচ হাতছাড়া করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৬ রানের জয় তুলে নেয় তারা। ফলে আজকের (৮ জুলাই) ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। আর সেই লড়াইয়ে শান্ত খেলতে না পারলে বাংলাদেশকে নতুন করে ভাবতে হতে পারে ব্যাটিং অর্ডার নিয়ে।