আল্লাহ নিশ্চয়ই ওনাকে স্বপ্নের ঘোড়া উপহার দেবেন: খায়রুল বাসার



কারও মৃত্যু খবর শুনলেই খুন্তি, কোদালসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় ছুটে যেতেন ৬৭ বছর বয়সী মনু মিয়া। কিশোরগঞ্জের মিঠামইনের এই মানুষটিকে সবাই চিনতেন ‘গোরখোদক’ হিসেবে। দীর্ঘ ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে ৩ হাজারের বেশি কবর খনন করেছেন মনু মিয়া। কিছুদিন আগে, খবরের শিরোনামও হয়েছিলেন তিনি। সেই মানুষটি আজ শনিবার সকাল ১০টা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর শুনে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার।

লিখেছেন, ‘মনু কাকা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। এতদিন তিনি ঢাকায় ছিলেন, ৩ দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলছিলেন, আগের চেয়ে বেশ সুস্থ আছেন। ওনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। সুস্থ থেকেই উনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন- এই দোয়াও চাইতেন-বলতেন। হয়তো নিজ গ্রাম নিজের জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নিবেন এই চেয়েছেন আল্লাহ। ওনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই ওনাকে ওনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাকে শান্তিতে রাখুন। আমিন।’

এদিকে শারীরিক অসুস্থতা নিয়ে যখন হাসপাতালের ভর্তি হয়েছিলেন মনু মিয়া। সেসময়ে কিছু দুষ্কৃতকারী তার ঘোড়াটি মেরে ফেলেছে। এ খবর দেশের মানুষকে ব্যথিত করে। পাশাপাশি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও হয় তুমুল আলোচনা-সমালোচনা। সংবাদটি শুনে অভিনেতা খায়রুল বাসার ছুটে যান হাসপাতালে, মনু মিয়ার সঙ্গে দেখা করতে।

সেই সময় অভিনেতা এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককেই দেখে আসলাম, বুক মেলালাম এক নায়কের সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া। এই নায়কের গল্প বলব শিগগির। এটুকু বলি, মনু মিয়া অসহায় না বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচণ্ড শক্তি আছে তার। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া।’

Post a Comment

Previous Post Next Post