চা দিতে বিলম্ব হওয়ায় হোটেল কর্মচারী খু‘ন



সিলেট নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমন নামের এক হোটেল কর্মচারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) সকালে কাজির বাজার এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে স্থানীয় মাছ বাজারসংলগ্ন একটি হোটেলে আসেন। চা পরিবেশন করতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী রুমনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করেন।


 তবে কিছুক্ষণ পর সেই যুবক কয়েকজন সহযোগীকে নিয়ে পুনরায় হোটেলে এসে রুমনের ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় রুমনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post