মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প


নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। তার নতুন গঠন করা দলের নাম ‘আমেরিকা পার্টি’। এই দল গঠনের পরিকল্পনাকে ‘হাস্যকর’ বলে অভিহিত করে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।


সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে বিবিসি জানায়, ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তৃতীয় পক্ষ থেকে যা শুরু করেছে তা হাস্যকর। সর্বদা আমেরিকায় একটি দ্বি-দলীয় ব্যবস্থা ছিল এবং আমি মনে করি তৃতীয় পক্ষ শুরু করা কেবল বিভ্রান্তি বাড়িয়ে তোলে।’





রোববার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। তবে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছিল যে নতুন দল গঠন করবেন মাস্ক। এরপর থেকেই এ নিয়ে সমালোচনায় মাতেন মার্কিন প্রেসিডেন্ট।


এরপর আনুষ্ঠানিকভাবে নিজেই দল গঠনের ঘোষণা দেন মাস্ক। নিজের মালিকানাধীন এক্স-এ দেয়া পোস্টে তিনি জানান, রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক ‘ইউনিপার্টি’-কে চ্যালেঞ্জ করার জন্য আমেরিকা পার্টি প্রতিষ্ঠা করেছেন তিনি।


ট্রাম্প এবং মাস্ক পূর্বে ঘনিষ্ঠ মিত্র ছিলেন। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ককে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির’ নেতৃত্ব দিয়েছিলেন ট্রাম্প। এই প্রতিষ্ঠানটি ফেডারেল ব্যয় কমাতে সহায়তা করার জন্য কাজ করে থাকে। তবে মাস্ক বারবার মার্কিন জাতীয় ঋণ বৃদ্ধিকারী সরকারি নীতির সমালোচনা করে আসছেন।


রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘গত পাঁচ সপ্তাহে মাস্ককে সম্পূর্ণরূপে ‘ট্রেনের বাইরে’ যেতে দেখে আমি দুঃখিত।’ এছাড়া বরাবরই মাস্কের বৈদ্যুতিক গাড়ির বিরোধিতাও করে আসছেন তিনি।


ট্রাম্প বলেন, ‘আমি প্রথম থেকেই মাস্কের এই বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরোধিতা করে এসেছি। নতুন আইনে মানুষ এখন নিজের পছন্দমতো গ্যাসচালিত, হাইব্রিড বা ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করে এমন গাড়ি কিনতে পারবেন, ইভি বাধ্যতামূলক নয়।’

Post a Comment

Previous Post Next Post