নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান, ছবির বাজেট মূল্য প্রায় ২০ কোটি টাকা

 

আগামী বছরে ঈদুল ফিতরের মুক্তির জন্য নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করবেন নাট্য নিমার্তা আবু হায়াত মাহমুদ। সিনেমার নাম এখনো ঠিক হয়নি।


বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এই সিনেমাটির চুক্তি সই করেছেন শাকিব খান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।



শাকিব খানের নতুন প্রযোজনা করছেন শিরিন সুলতানা। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লেখালেন। জানা যায়, মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।


প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, সিনেমাটি হবে অ্যাকশন ফিল্ম, যেটি দর্শক ‘লার্জার দ্যান লাইফ’ হিসেবে বিগস্ক্রিনে দেখতে পাবেন। সবেমাত্র শাকিব খানের সঙ্গে চুক্তি করা হয়েছে। সিনেমার অন্যান্য চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রী থাকবেন-এগুলো পরে জানানো হবে।



এদিকে, এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। রায়হান রাফী পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই ভালো ব্যবসা করছিল। কিন্তু মুক্তির কয়েক দিনপর পাইরেসির শিকার হয়েছে সিনেমাটি। তবে এখন চলছে প্রেক্ষাগৃহে সিনেমাটি।



‘তাণ্ডব’ সিনেমাটিতে শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

Post a Comment

Previous Post Next Post