ভারতের প্রধানমন্ত্রী মোদিকে হাড়িভাঙা আম উপহার পাঠালেন ড. মুহাম্মদ ইউনূস

 

বাংলাদেশ-ভার’ত কূট’নৈতিক সম্পর্কের উ’ষ্ণতা আরও একবার উঠে এসেছে উপহারের মাধ্যমে। ভার’তের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রংপুরের বিখ্যা’ত ও সুস্বা’দু হাড়িভাঙা আম উপহার হিসেবে পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১১ জুলাই) এই আমের চালান ইতোমধ্যেই সী’মান্ত অতি’ক্রম করে দি’ল্লিতে পৌঁছেছে এবং খুব শিগগিরই এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন — ৭ লোক কল্যাণ মার্গে পৌঁ’ছে দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post