৫ রানেই ৭ উইকেট নেই বাংলাদেশের, শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ইজ্জত বিলিয়ে হার মিরাজদের

 

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু বাস্তবে মিললো হঠাৎ ধস আর একতরফা পরাজয়ের স্বাদ। তিন ওভারের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানে বড় ব্যবধানে হেরেছে মেহেদি হাসান মিরাজের দল। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।


আসালাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার লড়াকু সংগ্রহ


টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল শ্রীলঙ্কার জন্য দুঃস্বপ্নের মতো। মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে চাপের মুখে হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ১২৩ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।


তার সঙ্গে সঙ্গী হন জনিথ লিয়ানাগে (২৯), মিলান রাথনায়েকে (২২) ও হাসারাঙ্গা (২২)। সব মিলিয়ে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৪ রান।




বাংলাদেশের সেরা বোলার ছিলেন তাসকিন আহমেদ, যিনি ১০ ওভারে ৪৭ রান দিয়ে নেন ৪টি উইকেট। তানজিম হাসান সাকিব নেন ৩টি এবং তানভির ইসলাম ও নাজমুল হোসেন শান্ত পান ১টি করে উইকেট।


তানজিদের ফিফটি, এরপর ভয়াবহ ধস


২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা তুলনামূলক ভালোই করে বাংলাদেশ। ইনিংসের প্রথম ১৭ ওভারে ১০০ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। তানজিদ হাসান খেলেন ৬১ বলে ৬২ রানের ইনিংস। তবে এরপরই শুরু হয় ভয়াবহ এক ধস।


মাত্র ১৮.৩ থেকে ২০.৫ ওভারের মধ্যে বাংলাদেশ হারায় ৫টি উইকেট, অর্থাৎ মাত্র ৩ ওভারে স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ৫ রান, আর হারিয়ে ফেলে ৬টি গুরুত্বপূর্ণ উইকেট। সেখান থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা।



শেষদিকে জাকের আলী কিছুটা লড়াই করেন, করেন ৫১ রান, কিন্তু তা যথেষ্ট ছিল না। ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।


হাসারাঙ্গা ও কামিন্দুর স্পিন ঘূর্ণিতে ভেঙে পড়ে বাংলাদেশ


ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিলেন ম্যাচের সবচেয়ে ভয়ংকর অস্ত্র। তিনি ৭.৫ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট নেন। তার বোলিং ফিগার ছিল: ৭.৫–২–১০–৪।




তার সঙ্গে দারুণ সহায়তা করেন কামিন্দু মেন্ডিস, যিনি ৫ ওভারে ৩ উইকেট তুলে নেন মাত্র ১৯ রানে। শ্রীলঙ্কার ঘূর্ণি আক্রমণের সামনে একসময় বাংলাদেশ ছিল ৭ ওভারের মধ্যে ৮ উইকেট হারানো অবস্থায়!


সংক্ষিপ্ত স্কোরকার্ড:


শ্রীলঙ্কা: ২৪৪ (৪৯.২ ওভারে)


চারিথ আসালাঙ্কা ১০৬, কুশল মেন্ডিস ৪৫


তাসকিন আহমেদ ৪/৪৭, তানজিম সাকিব ৩/৪৫


বাংলাদেশ: ১৬৭ (৩৫.৫ ওভারে)


তানজিদ হাসান ৬২, জাকের আলী ৫১


হাসারাঙ্গা ৪/১০, কামিন্দু মেন্ডিস ৩/১৯


ফলাফল:


শ্রীলঙ্কা জয়ী ৭৭ রানে


ম্যান অফ দ্য ম্যাচ: চারিথ আসালাঙ্কা (১০৬ রান)

Post a Comment

Previous Post Next Post