শত্রু ভেবে নিজেদের গুলিতে প্রাণ হারাল ৩১ ইসরায়েলি সেনা



গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুযায়ী, এসব মৃত্যু ঘটেছে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের বাহিনীর হামলার কারণে।


ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, শুক্রবার (৫ জুলাই) ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রেডিওর রিপোর্টে এ তথ্য প্রকাশ পায়।


প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৪০ জন ইসরায়েলি সেনা। এর মধ্যে ৭২ জন মারা গেছেন সরাসরি যুদ্ধ নয়, বরং অভিযান চলাকালে দুর্ঘটনাজনিত কারণে—যা মোট মৃত্যুর প্রায় ১৬ শতাংশ।


দুর্ঘটনায় নিহতদের মধ্যে—


* নিজেদের গুলিতে: ৩১ জন


* গোলাবারুদ বিস্ফোরণে: ২৩ জন


* সাঁজোয়া যানচাপায়: ৭ জন


* অজ্ঞাত দিক থেকে গুলিবর্ষণে: ৬ জন


এছাড়া গত ১৮ মার্চ যুদ্ধবিরতির পর আবার আগ্রাসন শুরুর পর থেকে ৩২ সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন দুর্ঘটনায়, আর ৫ জন কর্মক্ষেত্রে পড়ে গিয়ে বা যন্ত্রপাতি ব্যবস্থাপনায় গাফিলতির কারণে প্রাণ হারান। সর্বশেষ একটি মৃত্যু ঘটেছে ৩ জুলাই রাতে, তবে এর বিস্তারিত জানানো হয়নি।


সামগ্রিকভাবে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৮৮২ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছেন, জানায় ইসরায়েলি সেনাবাহিনী।



অন্যদিকে, ইসরায়েলি অব্যাহত হামলায় গাজায় ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।

Post a Comment

Previous Post Next Post