বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান এবার গ্লোবাল সুপার লিগ (GSL) ২০২৫-এ খেলবেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটাল্স এর হয়ে। ইতোমধ্যেই অফিশিয়াল ঘোষণা এসেছে দলটির পক্ষ থেকে।
সুপার লিগে অংশ নিচ্ছে বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি দলগুলো। সেখানেই অভিজ্ঞতা ও দক্ষতার কারণে সাকিবকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে দুবাই ক্যাপিটাল্স।
এক বিবৃতিতে দলটির টিম ম্যানেজমেন্ট জানায়—
“সাকিব আল হাসান একজন বিশ্বমানের অলরাউন্ডার। তার অভিজ্ঞতা, লিডারশিপ আর ম্যাচ জেতানো সক্ষমতা আমাদের দলে বিশাল শক্তি যোগাবে।”
সাকিব এর আগে আইপিএল, বিপিএল, পিএসএল ও সিপিএল-সহ বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। এবার GSL-এ তার অভিষেক হতে যাচ্ছে দুবাইয়ের জার্সিতে।
দলের অন্যান্য তারকা খেলোয়াড়দের সঙ্গে তাল মিলিয়ে সাকিবকেও দেখা যাবে ব্যাটে-বলে তার আগুন ঝরানো পারফরম্যান্সে।
📌 সাকিবের চোখ এখন নতুন চ্যালেঞ্জে
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে থাকলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের চাহিদা একটুও কমেনি। সুপার লিগে তার পারফরম্যান্সের ওপর থাকবে কোটি ভক্তের চোখ।
বাংলাদেশ থেকে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি GSL-এ এই মরশুমে অংশ নিচ্ছেন। ফলে সাকিবকে ঘিরে রয়েছে বাড়তি উন্মাদনা।