বিয়ের দাবিতে ৭৫ বছর বয়সী বৃদ্ধের অনশন, প্রতারণার অভিযোগে এলাকায় চাঞ্চল্য



পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে এক নারীর বাড়িতে দিনভর অনশন করেছেন ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি। শনিবার (১৬ আগস্ট) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল কাসেম মুন্সি জানান, স্ত্রী মারা যাওয়ার পর তিনি নতুন করে সংসার করার সিদ্ধান্ত নেন। দুই মাস আগে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং বিয়ের প্রস্তাব দিলে তিনি সম্মতি দেন। সেই সুযোগে নারীটি বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেন। কিন্তু সম্প্রতি কোনো কারণ ছাড়াই যোগাযোগ বন্ধ করে দেন এবং ভুল ঠিকানা দেন। অবশেষে কয়েকদিন খোঁজাখুঁজির পর শনিবার সকালে তিনি ওই নারীর বাড়িতে উপস্থিত হন।

তিনি অভিযোগ করে বলেন, “হয় আমাকে টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে প্রতারণার সঠিক বিচার চাই।”


Post a Comment

Previous Post Next Post