স;ম‘কামিতায় লিপ্ত বলিউডের যে হ‘ট নায়িকারা!



সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই রামধনু রঙের ছবি শেয়ার করছেন। পিছিয়ে নেই বলিউড তারকারাও। সোনম কাপুর, ঈশা গুপ্তা, সেলিনা জেটলি সহ বলিউডের অনেক তারকা রামধনু রঙে সেলিব্রেট করছেন। আমেরিকায় সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পাওয়ায়, সমকামীর প্রেমের প্রতিক হিসেবে রামধনুর রঙে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশন করা হচ্ছে।


মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র সমকামী বিয়েতে সম্প্রতি অনুমতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। এতদিন আইনতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬টি প্রদেশে সমকামী বিবাহের প্রচলন ছিল। কিন্তু নতুন রায় অনুযায়ী দেশটির বাকি ১৪টি প্রদেশেও সমকামীদের বিয়ের অধিকার দেয়া হয়েছে।


আর এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ও আনন্দের মিছিলে সামিল হয়েছেন পৃথিবীর সবপ্রান্তের বিখ্যাত মানুষেরাও। বলিউডের সেলিব্রেটিরাও বাদ নেই সেই দৌড় থেকে। সোনম কাপুর থেকে ঈশা গুপ্তা কিংবা নিমরত কাউর থেকে সেলিনা জেটলি সবার টুইটারে সমকামী প্রেমের প্রতীক রংধনু রঙ। আমেরিকার এই রায়কে স্বাগত জানিয়ে তারা যে ভারতেও প্রগতির অপেক্ষা করছেন সে কথাও জানাচ্ছেন তারা।


Post a Comment

Previous Post Next Post