বিজেপির বিরুদ্ধে যু‘দ্ধের ডাক দিলেন থালাপতি বিজয়



দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এবার সরাসরি রাজনীতির ময়দানে বিজেপির বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন।


মাদুরাইয়ে নিজের দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’-এর সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলেন, এ লড়াই আর কেবল রাজনীতির নয়, এটি আদর্শের যুদ্ধ। খবর এনডিটিভি'র।


বিজয়ের অভিযোগ, বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। তাই এই মুহূর্তে বিজেপিই তার সবচেয়ে বড় আদর্শগত শত্রু। একই সঙ্গে তিনি ডিএমকেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করলেও স্পষ্ট করেছেন, ডিএমকের সঙ্গে সংঘাত কেবল রাজনীতিতে সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে লড়াই একেবারে আদর্শিক স্তরে।


তার দলের মূলনীতি-সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার, যা বিজেপির ধারণার বিপরীত।



২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিজয়ের দল দ্রুত তামিল রাজনীতিতে জায়গা করে নিয়েছে। কোটি কোটি তরুণের সমর্থনে মাদুরাইয়ের সভায় তার প্রতিটি বাক্য মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে।


এনডিটিভি, পিটিআই, এএনআই, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ শীর্ষ গণমাধ্যমগুলো তার বক্তব্যকে বড় খবর হিসেবে প্রকাশ করেছে। হিন্দুস্তান টাইমস বলেছে, বিজয়ের মন্তব্য জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলতে বাধ্য। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, একজন তারকা-রাজনীতিকের মুখে ‘ফ্যাসিবাদী বিজেপি’ শব্দ শুধু শিরোনামই নয়, বিতর্ককেও উসকে দেবে।


সভায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে বিজয় ঘোষণা করেন— ‘আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।’



রাজনৈতিক মহল মনে করছে, তার এই দৃঢ় ঘোষণা আসন্ন সময়ে ভারতীয় রাজনীতিতে নতুন এক লড়াইয়ের সূচনা করবে।

Post a Comment

Previous Post Next Post