ডাক্তাররা কি ঔষধ কোম্পানির দালাল, প্রশ্ন আইন উপদেষ্টার



আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয়। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।


তিনি প্রশ্ন রাখেন, ‘পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? তিনি বলেন, আপনারা ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?’


চিকিৎসা নিতে বাংলাদেশের মানুষ বিদেশে যেতে চায় না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও নানা কারণে তারা চিকিৎসা নিতে বিদেশ যান। ঔষধ কোম্পানির স্বার্থ রক্ষায় ব্যবস্থাপত্র না লিখতে বেসরকারি হাসপাতাল চিকিৎসকদের প্রতি আহবান জানান আইন উপদেষ্টা।


ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহার, ডাক্তারদের অপ্রয়োজনীয় পরীক্ষা দেওয়া এবং মনোযোগ দিয়ে রোগীর কথা না শোনায় দেশের রোগীরা বিদেশমুখী হচ্ছেন।


ড. আসিফ নজরুল বলেন, মানুষ ভারত-থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বলেও তিনি মন্তব্য করেন।


এছাড়া হাসপাতালের চিকিৎসা সেবা নিয়েও অভিযোগ তোলেন আইন উপদেষ্টা। বলেন, ‘একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তবে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে?’ এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post