পরী মণির মেয়ে আইসিউতে ছেলের ১০২, নায়িকার ১০৩ ডিগ্রি জ্বর

 

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মণি কঠিন সময় পার করছেন। বর্তমানে তিনজনই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে আইসিউতে রাখা হয়েছে। পাশাপাশি জ্বরাক্রান্ত হয়েছে ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ও নায়িকাও। 


সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরী মণি নিজেই। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।


গত ১০ আগস্ট ছেলের তৃতীয় জন্মদিন ধুমধাম করে পালন করেছিলেন নায়িকা। এর কয়েকদিন পরেই একটি থার্মোমিটারের ছবি ফেসবুকে পোস্ট করে পরী মণি ছেলের অসুস্থতার খবর জানিয়েছিলেন। তারপর থেকে একের পর এক ঝড় বয়ে চলেছে তার উপর দিয়ে।


নায়িকার অসুস্থার বিষয়ে পরী মণির সহকারী জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে। তবে জ্বর ছাড়ছে না, শরীরে ব্যাথাও আছে। আরও কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে, থাকতে হবে চিকিৎসকদের পরিচর্যায়। কঠিন এই সময়ে ভক্তদের দোয়া কামনা করেছেন অভিনেত্রী। 


গত ১৭ আগস্ট নিজের ফেসবুকের পাতায় পরী মণি লেখেন, “এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক! বিস্তারিত আসছে।” 


দু’দিন আগে প্রকাশ্যে নিজের বিরক্তি উগরে দিয়েছিলেন আলোচিত এই নায়িকা। কারণ, ছেলের জন্মদিনের ভিডিও নিয়ে একের পর এক ‘নেতিবাচক’ ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়। সেই সব ‘নেতিবাচক’ মন্তব্য পড়ে আর নিজেকে ঠিক রাখতে পারেননি তিনি।

Post a Comment

Previous Post Next Post