ক্রিকেট ইতিহাসে যে বিশ্ব রেকর্ড আগে করতে পারেনি কেউ, তাই করে দেখালেন



দক্ষিণ আফ্রিকার তরুণ উইকেটকিপার–ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকে ওয়ানডে ক্রিকেটে যেন রেকর্ডের পিছু ছাড়তেই পারছেন না। মাত্র চার ম্যাচ খেলে তিনি গড়েছেন একের পর এক অনন্য কীর্তি।


অস্ট্রেলিয়ার বিপক্ষে কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার (২২ আগস্ট) ব্রিটজকে খেলেন ৮৮ রানের দারুণ ইনিংস। এর মধ্য দিয়েই তিনি গড়েন নতুন বিশ্বরেকর্ড। এটি ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম চার ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করার কীর্তি।


এর আগে ভারতের নভজ্যোৎ সিং সিধু প্রথম চার ইনিংসে ফিফটি করলেও সেটা প্রথম পাঁচ ম্যাচে এসে হয়েছিল। ব্রিটজকে অবশ্য প্রতিটি ম্যাচেই ব্যাটিংয়ে নেমে ধারাবাহিকভাবে করেছেন ফিফটি।


তার ওয়ানডে অভিষেক হয় গত ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে। সেদিন খেলেন ১৫০ রানের ইনিংস, যা ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের ১৯৭৮ সালের ১৪৮ রানের রেকর্ড।


পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করে ভাঙেন হেইন্সের আরেকটি রেকর্ড। ওয়ানডে ইতিহাসে প্রথম দুই ইনিংসে ২০০ রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ব্যাটার হন ব্রিটজকে। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৫৭ রান।


আজকের ৮৮ রানের ইনিংস মিলিয়ে প্রথম চার ইনিংস শেষে ব্রিটজকের সংগ্রহ ৩৭৮ রান, যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, যিনি প্রথম চার ইনিংসে করেছিলেন ২৮০ রান।


মাত্র চার ম্যাচ খেলেই বিশ্ব ক্রিকেটে নিজের নাম উজ্জ্বল করে তুললেন ২৬ বছর বয়সী এই প্রোটিয়া তারকা। বলা যায়, ওয়ানডেতে এখন তিনি রেকর্ডের আরেক নাম।


Post a Comment

Previous Post Next Post