দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায় : তারেক রহমান



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন ও দেশকে পুনর্গঠন করতে হবে।’

রোববার (১০ আগস্ট) বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘ইনশাআল্লাহ, শিগগিরই আপনাদের সাথে সরাসরি দেখা হবে।’


তিনি বলেন, ‘আগামী বছরের রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে। এরপর অনেক চ্যালেঞ্জও রয়েছে। ‘


তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে অধিকাংশ আসন ধানের শীষ এবং বিএনপি পাবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শুধু সঠিকভাবে পরিচালনা করতে হবে। তবে বিএনপি তা করবে।’


জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা সম্ভব হয়েছে।’


বিগত আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার এ দেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি।’


তারেক রহমান বলেন, ‘ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।’


চলমান সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের কথা বলছে অন্যান্য দল। আর বিএনপি আড়াই বছর আগেই সংস্কার চেয়েছে। বিএনপি দূরদর্শিতার প্রমাণ রেখেছে। আগামীতেও সেভাবেই আমরা লক্ষ নির্ধারণ করব।’


‘পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপি প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে’ বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্যসচিব মামুন-অর-রশিদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, রাজশাহীর সাবেক মেয়র ও কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম খান আলীম, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রমুখ।


এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থাকার জন্য বাড়িভাড়া খুঁজছেন।’


তিনি বলেন, ‘জিয়াউর রহমানের মতো তারেক রহমানেরও ঢাকা শহরে কোনো বাড়ি, গাড়ি বা ব্যাংক ব্যালান্স নেই।’


জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আবদুস সালাম বলেন, ‘জিয়াউর রহমান যেমন ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রফতানি করেছিলেন। ঠিক তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে এক মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন ইনশাআল্লাহ।’


তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যখন তারেক রহমান আসবেন, এক মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দিবেন’ বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আবদুস সালাম বক্তব্যের এক পর্যায়ে মঞ্চে উপস্থিত রাজশাহী বিভাগের শীর্ষ নেতাদের হাত তুলে ঐক্যের শপথ করান। এসময় ভবিষ্যতে নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।


উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি এখনো বহাল রয়েছে।


এর আগে ২০১৬ সালের ২৭ ডিসেম্বর কেন্দ্র থেকে সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি ও শফিকুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। তারও আগে দীর্ঘদিন ধরে মিজানুর রহমান মিনু সভাপতি ও শফিকুল হক মিলন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।


Post a Comment

Previous Post Next Post