আমার ;যৌ;ন চা‘হিদা মেটানো এদেশের পুরুষের সম্ভব নয়- আজমেরী হক বাঁধন



সুন্দরী অভিনেত্রী আজমেরী হক বাঁধন বিয়ে প্রশ্নে বলেছিলেন, ‘"আমার দায়িত্ব নেওয়া এদেশের পুরুষের জন্য কঠিন হবে"। ওই মন্তব্য নিয়েই সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ হয় বাঁধনের। মন্তব্যটি জেনে বুঝেই করেছেন বলে জানান এই অভিনেত্রী।

বাঁধন বলেন, "পুরুষ শব্দটা আমি ব্যবহার করেছি পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পুরুষদের জন্য। এখন পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পুরুষরা যদি আমার ওই কথায় ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হন বা আহত হন সেখানে আমার কিছুই করার নেই। তাদের পক্ষে আসলেই আমাকে নেওয়া সম্ভব না"।

বাঁধনের মন্তব্য, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের আ'ঘা'তে আ'ঘা'তে শক্ত হয়েছেন তিনি। হয়ে উঠেছেন প্রতিবাদী। তবে তার জীবন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক পুরুষেরও অবদান রয়েছে বলে নির্দ্বিধায় স্বীকার করেন তিনি।

Post a Comment

Previous Post Next Post