চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা আটক, পুলিশের কাছে সোপর্দ
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের অংশসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণ (৩৪) কে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে গুলশানপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নাজমুল আরেফিন মৃত জিন্নাত আলীর ছেলে।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তার বাড়িতে যৌথ অভিযান চালায় সেনা সদস্যরা। অভিযান শেষে বাড়ি থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের অংশবিশেষ, ১৭টি দেশীয় অস্ত্র, তিনটি চাপাতি, ছয়টি বড় ছুরি, তিনটি রামদা, ছয়টি তরবারি, একটি ল্যাপটপ এবং একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিম মালিথা বলেন, “নাজমুলকে আটকের খবর আমরা পেয়েছি। তার বিরুদ্ধে আনা অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, “নাজমুলকে আদালতে সোপর্দ করা হবে। তদন্তের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।