মেসির ফ্রি কিকে পোর্তোকে হারিয়ে ইতিহাস মায়ামির


খেলা তখন সমতায়, অপেক্ষা শুধু মেসি-ম্যাজিকের। ঠিক তখনই ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার সেই গোলেই ক্লাব বিশ্বকাপে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় মার্কিন দলটি।

রাতের ম্যাচে এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার বড় সুযোগ তৈরি করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না মায়ামির। স্যামু আগেহোয়ার করা পেনাল্টিতে এগিয়ে যায় পোর্তো। এরপর মেসির দারুণ এক থ্রু পাসে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেজ, কিন্তু ওয়ান-অন-ওয়ান অবস্থায় গোল করতে ব্যর্থ হন তিনি। ফলে এক গোলে পিছিয়েই প্রথমার্ধ শেষ করে মায়ামি।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ফিরেই ৪৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান সেগোভিয়া। এরপর ৫৪ মিনিটে ডি বক্সের বাইরে মেসিকে ফাউল করেন পোর্তোর ডিফেন্ডার রদ্রিগো মোরা। সেই ফ্রি কিক থেকেই ম্যাচ নির্ধারক গোলটি করেন মেসি।

ইউরোপীয় ক্লাবের বিপক্ষে এটিই ইন্টার মায়ামির প্রথম জয়। মেসির এটি ছিল ক্যারিয়ারের ৬৮তম ফ্রি-কিক গোল। এই তালিকায় মেসির সামনে রয়েছেন কেবল পেলে (৭০) এবং জুনিনিও (৭৭)। পাশাপাশি, ফিফা আয়োজিত যেকোনো টুর্নামেন্টে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা এখন মেসিই।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মায়ামি। পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরেসের। এর আগে উদ্বোধনী ম্যাচে সৌদি ক্লাব আল আহলির সঙ্গে ড্র করেছিল মেসির দল।

Post a Comment

Previous Post Next Post