নতুন সিন্ডিকেটের দখলে বাংলাদেশ ক্র্রিকেট, পার্ফম করেও দল না পেয়ে ক্ষুব্ধ সোহান,সৌম্য



যারা অবাক হচ্ছেন - পারফর্ম করেও কেনো নুরুল হাসান সোহান, সৌম্য সরকার ওয়ানডে দলে সুযোগ পায়নি?? অথচ ব্যর্থ লিটন কিভাবে সুযোগ পেলো?? তাদের কে বলতে চাই, সবই সি'ন্ডিকে'টের খেল । আসুন বিষয়টি খোলাখুলি বলছি


লিটন দাস ওয়ানডেতে সবশেষ ১০ ইনিংসে কোনো ফিফটি করতে পারেনি। সবোর্চ্চ ৩৬ রান। সবশেষ সাত ইনিংসে করেছেন মাত্র ১৩ রান, দুইটি ডাক মা'রছেন। বাজে পারফরমেন্সের জন্য সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েন। এর মাঝে ওয়ানডে ফরম্যাটে কোথাও কোনো পারফরম্যান্স নাই লিটনের। অথচ লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলে আছেন।


আরো অবাক করা তথ্য দিই, সৌম্য সরকার ইনজুরির কারণে নয় বরং পারফরম্যান্সের কারণে নাকি বাদ পড়েছেন - এমনটা আজকে বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অথচ সৌম্য সরকার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এর আগের ম্যাচেই করেন ফিফটি, ৭৩ বলে ৭৩ রানের ঝকঝকে একটি দুর্দান্ত ইনিংস খেলেন। সবশেষ ১০ ম্যাচে দুই ফিফটি সহ সৌম্য সরকার করেছেন ২৫৭ রান। তারপরও দল থেকে বাদ

এবার আসি, নুরুল হাসান সোহান কেনো দলে নাই।


সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএলে ৫৮ এভারেজে ২টি সেঞ্চুরি করেছেন, একটি ৯৭ রানের ইনিংস ছিল। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং করেছেন ৭২ এভারেজে, ছিল একটি সেঞ্চুরি।‌ এতো দুর্দান্ত পারফরম্যান্সে পরও দলে নেই। উইকেট কিপার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন ব্যর্থ লিটন দাস।

Post a Comment

Previous Post Next Post