প্রকাশ্যে কো’র’আন পোড়ানো সেই যুবকের শেষ পরিণতি দেখলে চমকে উঠবেন আপনিও


সুইডেনে এক ইরাকি শরণার্থী যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পবিত্র কুরআন অবমাননার অভিযোগে আদালতের রায় ঘোষণার আগেই বুধবার (২৯ জানুয়ারি) এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে সুইডিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। -রয়টার্স


সুইডেন পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বুধবার গভীর রাতে ওই যুবককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন একজন প্রসিকিউটর। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রয়েছে কিনা, তা এখনো নিশ্চিত করা যায়নি। অসমর্থিত পুলিশ ‍সূত্রের বরাত দিয়ে পাবরিক ব্রডকাস্ট এসভিটি জানিয়েছে, ৩৮ বছর বয়সী সালওয়ান মোমিকাকে স্টোকহোমের সোদারতাজে একটি বাড়িতে তাকে গুলি করা হয়।


২০২৩ সালে মোমিকা পবিত্র কুরআন পুড়িয়ে বিশ্বব্যাপী মুসলিমদের রোষানলে পড়ে। বিশেষ করে মুসলিম দেশগুলো আনুষ্ঠানিকভাবে এগুলোর নিন্দা জানায়। এছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে। তা সত্ত্বেও মোমিকা ও তার কিছু সহযোগী কুরআন পোড়ানো অব্যাহত রাখে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

Post a Comment

Previous Post Next Post