ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার (২০ জুন) ভোরে ইসরায়েলি বাহিনী ইরানের ভেতরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা চালায়। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে ইসরায়েলের একটি সাইবার ও গোয়েন্দা কমপ্লেক্স। খবর আনাদুলু এজেন্সি
ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রায়ি জানিয়েছেন, ওই হামলায় একজন ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন, যিনি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তদারকি করছিলেন। তবে হামলার স্থান ও অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়নি।
এর আগে রাতে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায় ইরানের অন্তত ডজনখানেক সামরিক ঘাঁটি ও একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা একযোগে ৬০টির বেশি যুদ্ধবিমান দিয়ে ১২০টি বোমা নিক্ষেপ করেছে।
হামলার অন্যতম লক্ষ্য ছিল ইরানের সামরিক গবেষণা সংস্থা ‘এসপিএনডি’র সদর দপ্তর, যা উন্নত অস্ত্র ও প্রযুক্তি তৈরির জন্য পরিচিত। সেই সঙ্গে ইরান থেকে ছোড়া চারটি ড্রোনও মাঝপথে ধ্বংস করেছে ইসরায়েল।
এর জবাবে ইরান থেকে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় দক্ষিণ ইসরায়েলের বেইরশেবা শহরে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আইআরএনএ’ জানিয়েছে, হামলায় গাভ-ইয়াম ৪ নামের একটি গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস হয়েছে। এটি ইসরায়েলি সাইবার ও গোয়েন্দা কার্যক্রমের অন্যতম কেন্দ্র ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, এই ভবনে ড্রোন পরিচালনা ও নজরদারি সংক্রান্ত প্রশিক্ষণ চলত, যার নেতৃত্বে থাকত ইসরায়েলের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা।