দক্ষিণ কোরিয়ার সরাসরি হুমকির তোয়াক্কা না করে উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে অন্তত ১০টি মাল্টিলঞ্চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এসব ক্ষেপণাস্ত্র উত্তর-পশ্চিম দিকে নিক্ষেপ করা হয় এবং দক্ষিণ কোরিয়া সেগুলোকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে আখ্যা দিয়েছে।
এই হামলা এমন এক সময় ঘটল যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরমাণু হামলার বিষয়ে উত্তর কোরিয়াকে স্পষ্টভাবে হুঁশিয়ার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক এক বিবৃতিতে জানান, “যদি কিম জং উনের প্রশাসন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলা চালায়, তবে পাল্টা হামলায় উত্তর কোরিয়া নিশ্চিহ্ন হয়ে যাবে।” তিনি আরও বলেন, “এই হামলা হলে তা সরাসরি ওয়াশিংটন-সিউলের যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিক্রিয়া সৃষ্টি করবে।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপের তোয়াক্কা না করে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। যদিও এখনও পর্যন্ত তারা পূর্ণাঙ্গ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি, তবে নিয়মিতই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে চলেছে। কিম জং উন প্রশাসনের দাবি, এসব অস্ত্র তাদের ‘সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে’ তৈরি করা হচ্ছে।
উত্তর কোরিয়ার সর্বশেষ এই হামলা আবারও পূর্ব এশিয়ায় উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিক উপায়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে।
সূত্র: ইয়োনহাপ, কেসিবিএস, বিবিসি, আলজাজিরা