বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশে ফেরাতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় যেন এই সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালন করে—সেটিও নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২০ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
তারেক রহমান লেখেন, “বিশ্ব শরণার্থী দিবসে আমরা বিশ্বের লাখ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি। এই সংকট শুধুমাত্র বৈশ্বিক নয়, বরং বাংলাদেশের জন্য এটি প্রতিদিনের বাস্তবতা।”
তিনি বলেন, “কক্সবাজারে ১৪ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতা দেখিয়েছে, তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। কিন্তু এই সংকট এখনো বিশ্বের অন্যতম গুরুতর মানবিক বিপর্যয় এবং এর চাপ ক্রমেই বাড়ছে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, যেন রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং মিয়ানমারের ওপর কূটনৈতিক তৎপরতা জোরদার করে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও সক্রিয় হতে হবে।”
তিনি তার বার্তার শেষাংশে বলেন, “আসুন, আমরা শান্তিপূর্ণ ও ন্যায্য সমাধানের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি—যাতে কোনো শরণার্থী পিছিয়ে না পড়ে এবং সবাই নিজের ঘরে ফিরে যাওয়ার অধিকার পায়।”