পর্দায় আসছে ‘এলিয়েন বেবি’



আসছে ২১ জুন, বাংলাভিশনের ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হতে যাচ্ছে মজুমদার সিমুল পরিচালিত নাটক ‘এলিয়েন বেবি’। এই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।

এছাড়া নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আবদুল্লাহ রানা, আয়রা নূর, ইকবাল হোসেন, সাহবাজ সানী, আল আমিন দুরবানী, আনোয়ার হোসেন, রিয়াজ রাজসহ আরও অনেকে।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন অর্ক মোস্তফা এবং প্রযোজনায় রয়েছে বাংলাভিশন। ইতোমধ্যে ‘এলিয়েন বেবি’ নাটকের একাধিক পোস্টার অনলাইনে প্রকাশিত হয়েছে। যদিও পোস্টার দেখে গল্প সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না, তবে নির্মাতা মজুমদার সিমুল জানান,

“আমরা দিনে দিনে যেন অচেনা মানুষ হয়ে উঠছি। আমাদের স্বভাব, প্রেম, মানবিকতায় ক্রমেই বেড়ে চলেছে এলিয়েনসুলভ আচরণ। এই নাটকের মাধ্যমে আমরা আবার মানুষ হয়ে উঠার আহ্বান জানাচ্ছি।”

সম্পূর্ণ ভিন্নধর্মী বার্তা ও অভিনয়ঘন গল্প নিয়ে নির্মিত ‘এলিয়েন বেবি’ দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২১ জুন পর্যন্ত।

Post a Comment

Previous Post Next Post