গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র ও এলজিআরডি উপদেষ্টা



সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। দিনভর ধরে দফায় দফায় চলে সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় কারফিউ জারি করা হয়।


এদিকে পুলিশ সদর দফতর থেকে জেলাটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আইজিপি মো. বাহারুল আলম। বুধবার (১৬ জুলাই) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান আসিফ মাহমুদ।


পোস্টে আসিফ মাহমুদ ৩টি ছবি জুড়ে দেন। তাতে দেখা যায়, বড় একটি মনিটরে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ চলছে। মনিটরের সামনে বসে দুই উপদেষ্টা ও আইজিপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।


পোস্টের ক্যাপশনে আসিফ মাহমুদ লেখেন, গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post