গোপালগঞ্জে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না: আসিফ

 

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে গোপালগঞ্জের সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।


আসিফ মাহমুদ বলেন, গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।



তিনি আরও বলেন, সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের *** ভেঙে দেয়া হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।


আরও পড়ুন: এনসিপির ওপর হামলা: বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ


এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় কারফিউয়ের কথা জানানো হয়। বার্তায় বলা হয়, আজ বুধবার রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post