এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, দেশ কি আমেরিকার বিক্রি হয়ে যাচ্ছে! প্রশ্ন আজহারীর



বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর সমাজের বিভিন্ন স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।


এবার সেই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে দেশের আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী জানতে চেয়েছেন, এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?


শনিবার দুপুরে নিজের আইডিতে তিনি লিখেন, 'এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?' পোস্টের কমেন্টে তিনি আরও লিখেন, 'এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন? যেসব দেশে তাদের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন?'


ফেসবুক পোস্টে প্রশ্ন রেখে তিনি আরও লিখেন, 'শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া মজবুত না করলে, তারা এখানে কি করতে পারবে?'

Post a Comment

Previous Post Next Post