সমাবেশে মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির, তারপর যা ঘটলো

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।


শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২৬ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।



বক্তব্য চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। এ সময় তিনি মঞ্চেই পড়ে যান। তাৎক্ষণিকভাবে আশপাশে থাকা দলীয় নেতাকর্মীরা ছুটে এসে তাকে উঠিয়ে দাঁড় করান এবং কিছুটা সময় পর তিনি আবার বক্তব্য শুরু করেন।


তবে কিছুক্ষণ পর তিনি দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে আবারও মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত জামায়াতপন্থী চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন। এ সময় মঞ্চ ও আশপাশে তৎপর হয়ে ওঠেন স্বেচ্ছাসেবক সদস্যরা।

Post a Comment

Previous Post Next Post